Friday, February 21, 2020

ড্রাইসেল তড়িৎ বিশ্লেষণ

যে কোষে রাসায়নিক বিক্রিয়া  ঘটিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাকে ড্রাইসেল বা গ্যালভানিক কোষ বলে।
প্রথম একটি জিঙ্ক বা দস্তার পাত্র নেই। যা অ্যানোড হিসেবে কাজ করে। এবার MnO2,NH4Cl,Zncl  ও কয়লার গুরো একত্রে মিশ্রিত করে পাতিত পানি দিয়ে পেস্ট তৈরি করি । তারপর এই পেস্ট দ্বারা জিঙ্ক বা দস্তার পাত্র পূর্ণ করি।এরপর ওই পাত্রে মাঝখানে একটি কার্বন দন্ড স্থাপন করে যা ওই পাত্রকে স্পর্শ না করে।এই কার্বন দন্ডটি ক্যাথোড হিসেবে কাজ করে এবং জিঙ্ক বা দস্তার পাত্র অ্যানোড   হিসেবে কাজ করবে। 
এখন Zn পরামানু দুটি ইলেকট্রন ত্যাগ করে জিংক আয়নে পরিণত হয়। এবার ড্রাইসেলে অ্যানোড ক্যাথোড ও তারের মাধ্যমে যুক্ত করলে ওই তার দিয়ে Zn  এর  ত্যাগকৃত  দুটি ইলেকট্রন এন্ড থেকে ক্যাথোডে যাবে এখন ওই কাই থেকে NH4 এবং MnO2 দুটি ইলেকট্রন গ্রহণ করে NH3 গ্যাস, MnO2 এবং H2O উৎপন্ন করবে।
অ্যানোড বিক্রিয়া ঃZn - 2e =Zn2+
ক্যাথোড বিক্রিয়া ঃ2(NH4+) + 2(MnO2) + 2e = 2(NH3) + Mn2O3+H2O

No comments:

Post a Comment

physics

গাঢ় NaCl দ্রবণের তড়িৎ বিশ্লেষণ

যে কোষে বাইরের উৎস থেকে বিদ্যুৎ প্রবাহ করে রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে। এবার একটি কাঁচ বা চীনা মাটির পাত্রে নেই।  ...