Tuesday, February 18, 2020

পানির তড়িৎ বিশ্লেষণ

বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ করার জন্য নিষ্ক্রিয় ধাতুর দুটি প্লাটিনামের দন্ড নেই। বিশুদ্ধ পানি সামান্য পরিমাণে আয়নিত হয়। তাই এর সাথে সামান্য H2SO4 যোগ করি। যাতেপানির বিয়োজন হার বারে ।
4(H2O)=4(H+)+4(OH-)

এবার একটি পাত্র নেই।উক্ত পানিতে H2SO4  মিশ্রিত পানি নেই।উক্ত পানিত(H+)ও(OH-)আয়ন আছে।  এবার দুটি প্লাটিনামের দন্ড নেই যার একটি ক্যাথোড(-) ও অ্যানোড(+) হিসেবে কাজ করবে। এবার দুটি দণ্ডকে তারের মাধ্যমে ব্যাটারির  সাথে যুক্ত করি। এখন ব্যাটারি থেকে বিদ্যুৎ প্রবাহিত করলে (H+)আয়ন এন্ড এগিয়ে  ইলেকট্রন ত্যাগ করে (O2)  গ্যাস তৈরি করে।আবার  (H+) আয়ন ক্যাথোডে গিয়ে তাকে ইলেকট্রন গ্রহণ করে (H+)গ্যাস তৈরি করে।

অ্যানোড বিক্রিয়া ঃ4(OH-)- 4e =2(H2O)+(O2)
ক্যাথোড বিক্রিয়া ঃ4(H+)+4e=2(H2)

5 comments:

  1. খুব ভালো

    ReplyDelete
  2. বেশি বাল না😉

    ReplyDelete
  3. ধন্যবাদ l🧑‍💻🧑‍💻🧑‍💻🧑‍💻bai🥰😍

    ReplyDelete
  4. 👙👙👙👙👙👙👙👙👙👙

    ReplyDelete
  5. তেমন ভালো হয়েছে

    ReplyDelete

physics

গাঢ় NaCl দ্রবণের তড়িৎ বিশ্লেষণ

যে কোষে বাইরের উৎস থেকে বিদ্যুৎ প্রবাহ করে রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে। এবার একটি কাঁচ বা চীনা মাটির পাত্রে নেই।  ...