Friday, February 21, 2020

লোহার চামচের উপর সিলভারের ইলেক্ট্রোপ্লেটিং /তড়িৎ প্রলেপন

তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি ধাতুর উপর প্রলেপ দেওয়া ইলেকট্রোপ্লেটিং বলে।
লোহার চামচের উপর সিলভারের তড়িৎ প্রলেপন দেওয়ার জন্য একটি কাচের পাত্র নেই। ওই কাচের পাত্রের মধ্যে AgNO3 দ্রবণ নেই। AgNO3 দ্রবণে Ag+ ও NO3- আয়ন উপস্থিত থাকে। এই দ্রবণে একটি সিলভারের দণ্ড স্থাপন করে যা 
অ্যানোড  হিসেবে কাজ করে এবং একটি লোহার চামচ স্থাপন করি যা ক্যাথোড  হিসেবে কাজ করে।
এখন অ্যানোড ও ক্যাথোড দণ্ডটি দুটি ব্যাটারি সাথে তারের মাধ্যমে যুক্ত করি। এবার ব্যাটারি থেকে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে Ag দণ্ড থেকে Ag পরমাণুর ইলেকট্রন ত্যাগ করে Ag+ আয়নে পরিণত  হয়ে দ্রবণে আসে। ওই ইলেকট্রন তারের মাধ্যমে প্রবাহিত হয়ে ক্যাথোডে গিয়ে দ্রবণের Ag+আয়ন ক্যাথোডে গিয়েও ইলেকট্রন গ্রহণ করে Ag ধাতু উৎপন্ন করে এবং ক্যাথোডে প্রলেপ দিতে থাকে।
অ্যানোড বিক্রিয়া ঃAg - e = Ag+
ক্যাথোড বিক্রিয়া ঃ(Ag+)+ e = Ag

No comments:

Post a Comment

physics

গাঢ় NaCl দ্রবণের তড়িৎ বিশ্লেষণ

যে কোষে বাইরের উৎস থেকে বিদ্যুৎ প্রবাহ করে রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে। এবার একটি কাঁচ বা চীনা মাটির পাত্রে নেই।  ...