Tuesday, February 18, 2020

গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ


ব্যাখ্যা: যে কোষে বাইরের উৎস থেকে বিদ্যুৎ প্রবাহ করে রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে।

 এবার একটি কাজ বা চীনা মাটির পাত্রে নেই।  গলিত NaCl এ Na ও Cl আয়ন বিদ্যমান। এবার দুটি গ্রাফাইট দন্ড নেই। যার একটি ক্যাথোড(-) আরেকটি অ্যানোড(+)।
এবার দুটিকে তারের মাধ্যমে ব্যাটারির সাথে যুক্ত করি। এখন ব্যাটারি থেকে বিদ্যুৎ প্রবাহ করলে ক্লোরাইড অায়ন অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন  Cl উৎপন্ন হবে।  আবার Na   আয়ন ক্যাথোডে গিয়ে Clএর ত্যগকৃত  ইলেকট্রন গ্রহণ করে ধাতব Na এ পরিণত হবে।

অ্যানোড বিক্রিয়া :2Cl - 2e =Cl2

ক্যাথোড বিক্রিয়া :2Na + 2e =2Na

9 comments:

physics

গাঢ় NaCl দ্রবণের তড়িৎ বিশ্লেষণ

যে কোষে বাইরের উৎস থেকে বিদ্যুৎ প্রবাহ করে রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে। এবার একটি কাঁচ বা চীনা মাটির পাত্রে নেই।  ...