Friday, February 21, 2020

লোহার চামচের উপর সিলভারের ইলেক্ট্রোপ্লেটিং /তড়িৎ প্রলেপন

তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি ধাতুর উপর প্রলেপ দেওয়া ইলেকট্রোপ্লেটিং বলে।
লোহার চামচের উপর সিলভারের তড়িৎ প্রলেপন দেওয়ার জন্য একটি কাচের পাত্র নেই। ওই কাচের পাত্রের মধ্যে AgNO3 দ্রবণ নেই। AgNO3 দ্রবণে Ag+ ও NO3- আয়ন উপস্থিত থাকে। এই দ্রবণে একটি সিলভারের দণ্ড স্থাপন করে যা 
অ্যানোড  হিসেবে কাজ করে এবং একটি লোহার চামচ স্থাপন করি যা ক্যাথোড  হিসেবে কাজ করে।
এখন অ্যানোড ও ক্যাথোড দণ্ডটি দুটি ব্যাটারি সাথে তারের মাধ্যমে যুক্ত করি। এবার ব্যাটারি থেকে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে Ag দণ্ড থেকে Ag পরমাণুর ইলেকট্রন ত্যাগ করে Ag+ আয়নে পরিণত  হয়ে দ্রবণে আসে। ওই ইলেকট্রন তারের মাধ্যমে প্রবাহিত হয়ে ক্যাথোডে গিয়ে দ্রবণের Ag+আয়ন ক্যাথোডে গিয়েও ইলেকট্রন গ্রহণ করে Ag ধাতু উৎপন্ন করে এবং ক্যাথোডে প্রলেপ দিতে থাকে।
অ্যানোড বিক্রিয়া ঃAg - e = Ag+
ক্যাথোড বিক্রিয়া ঃ(Ag+)+ e = Ag

ড্রাইসেল তড়িৎ বিশ্লেষণ

যে কোষে রাসায়নিক বিক্রিয়া  ঘটিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাকে ড্রাইসেল বা গ্যালভানিক কোষ বলে।
প্রথম একটি জিঙ্ক বা দস্তার পাত্র নেই। যা অ্যানোড হিসেবে কাজ করে। এবার MnO2,NH4Cl,Zncl  ও কয়লার গুরো একত্রে মিশ্রিত করে পাতিত পানি দিয়ে পেস্ট তৈরি করি । তারপর এই পেস্ট দ্বারা জিঙ্ক বা দস্তার পাত্র পূর্ণ করি।এরপর ওই পাত্রে মাঝখানে একটি কার্বন দন্ড স্থাপন করে যা ওই পাত্রকে স্পর্শ না করে।এই কার্বন দন্ডটি ক্যাথোড হিসেবে কাজ করে এবং জিঙ্ক বা দস্তার পাত্র অ্যানোড   হিসেবে কাজ করবে। 
এখন Zn পরামানু দুটি ইলেকট্রন ত্যাগ করে জিংক আয়নে পরিণত হয়। এবার ড্রাইসেলে অ্যানোড ক্যাথোড ও তারের মাধ্যমে যুক্ত করলে ওই তার দিয়ে Zn  এর  ত্যাগকৃত  দুটি ইলেকট্রন এন্ড থেকে ক্যাথোডে যাবে এখন ওই কাই থেকে NH4 এবং MnO2 দুটি ইলেকট্রন গ্রহণ করে NH3 গ্যাস, MnO2 এবং H2O উৎপন্ন করবে।
অ্যানোড বিক্রিয়া ঃZn - 2e =Zn2+
ক্যাথোড বিক্রিয়া ঃ2(NH4+) + 2(MnO2) + 2e = 2(NH3) + Mn2O3+H2O

Wednesday, February 19, 2020

গ্যালভানিক কোষ এর তড়িৎ বিশ্লেষণ

যে কোষে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাকে গ্যালভানিক কোষ বলে।
গ্যালভানিক কোষের কাজ বা চিনা মাটির পাত্র নেই। যার একটি পাত্রে (ZnSO4)  দ্রবণ ও অন্য পাত্রে (CuSO4)দ্রবণ অাছে।( ZnSO4) দ্রবণে Zn এর একটি দন্ড স্থাপন করি। যা অ্যানোড(-)হিসেবে কাজ করে। আবার (CuSO4)দ্রবণে Cu এর একটি দন্ড যা ক্যাথোড  হিসেবে কাজ করে।এবার ক্যথোড ও অ্যানোড তারের মাধ্যমে যুক্ত করি।
এখন Zn দণ্ড হতে Zn পরপর 2টি করে ইলেকট্রন ত্যাগ করে (Zn2+) আয়ন হিসেবে দ্রবণে আসে। ঐ দুটি ইলেকট্রন তারের মাধ্যমে প্রবাহিত হয়ে ক্যাথোডে যায়। এখন (CuSO4)  দ্রবণে থেকে( Cu2+)অায়ন ক্যাথোডে গিয়ে ২টি ইলেকট্রন গ্রহণ করে Cu  ধাতু তৈরি করে।
 আমরা জানি ইলেকট্রন প্রবাহ মানে বিদ্যুৎপ্রবাহ।তাই তারের মাঝে যদি একটা বাল্ব  দেওয়া হয় তাহলে জ্বলবে। কিন্তু একটি সময়ে এটি নিবে যাবে। তার কারণ একটি পাত্রে Zn আয়ন বেশি হবেঅার অন্য পাত্রে SO4(2-) অায়ন বেশি হবে। একইভাবে চার্জের অসমতা হবে।অার চার্জের অসমতা হলে বিদ্যুৎ প্রবাহিত হবে না। তাই এটি যদি স্থায়ী করতে হয় তাহলে উত্তর দ্রবণে KCl এর লবণ সেতু ব্যবহার করতে হবে। লবণ সেতু হলে(U) আকৃতির একটি কাঁচ নল।  যাতে KCl দ্রবণ থাকে। এর মধ্যে (K+) ও (Cl-) অায়ন থাকে। যখন  ZnSO4  দ্রবণে Zn+ আয়নের মান বেশি হবে তখন  Cl- আয়ন Zn+ অায়নের কাছে আসবে। আবার CuSO4  দ্রবণে SO4 আয়নের মান বেশি হবে তখন K+ আয়ন SO4- আয়নে গিয়ে তাদের সমতা বজায় রাখে। নিম্নে অ্যানোড ও ক্যাথোড বিক্রিয়া দেখানো হলোঃ

অ্যানোড বিক্রিয়াঃ Zn - 2e =Zn(2+)
ক্যাথোড বিক্রিয়াঃ Cu(2+) + 2e =Cu

Tuesday, February 18, 2020

পানির তড়িৎ বিশ্লেষণ

বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ করার জন্য নিষ্ক্রিয় ধাতুর দুটি প্লাটিনামের দন্ড নেই। বিশুদ্ধ পানি সামান্য পরিমাণে আয়নিত হয়। তাই এর সাথে সামান্য H2SO4 যোগ করি। যাতেপানির বিয়োজন হার বারে ।
4(H2O)=4(H+)+4(OH-)

এবার একটি পাত্র নেই।উক্ত পানিতে H2SO4  মিশ্রিত পানি নেই।উক্ত পানিত(H+)ও(OH-)আয়ন আছে।  এবার দুটি প্লাটিনামের দন্ড নেই যার একটি ক্যাথোড(-) ও অ্যানোড(+) হিসেবে কাজ করবে। এবার দুটি দণ্ডকে তারের মাধ্যমে ব্যাটারির  সাথে যুক্ত করি। এখন ব্যাটারি থেকে বিদ্যুৎ প্রবাহিত করলে (H+)আয়ন এন্ড এগিয়ে  ইলেকট্রন ত্যাগ করে (O2)  গ্যাস তৈরি করে।আবার  (H+) আয়ন ক্যাথোডে গিয়ে তাকে ইলেকট্রন গ্রহণ করে (H+)গ্যাস তৈরি করে।

অ্যানোড বিক্রিয়া ঃ4(OH-)- 4e =2(H2O)+(O2)
ক্যাথোড বিক্রিয়া ঃ4(H+)+4e=2(H2)

গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণ


ব্যাখ্যা: যে কোষে বাইরের উৎস থেকে বিদ্যুৎ প্রবাহ করে রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে।

 এবার একটি কাজ বা চীনা মাটির পাত্রে নেই।  গলিত NaCl এ Na ও Cl আয়ন বিদ্যমান। এবার দুটি গ্রাফাইট দন্ড নেই। যার একটি ক্যাথোড(-) আরেকটি অ্যানোড(+)।
এবার দুটিকে তারের মাধ্যমে ব্যাটারির সাথে যুক্ত করি। এখন ব্যাটারি থেকে বিদ্যুৎ প্রবাহ করলে ক্লোরাইড অায়ন অ্যানোডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন  Cl উৎপন্ন হবে।  আবার Na   আয়ন ক্যাথোডে গিয়ে Clএর ত্যগকৃত  ইলেকট্রন গ্রহণ করে ধাতব Na এ পরিণত হবে।

অ্যানোড বিক্রিয়া :2Cl - 2e =Cl2

ক্যাথোড বিক্রিয়া :2Na + 2e =2Na

গাঢ় NaCl দ্রবণের তড়িৎ বিশ্লেষণ

যে কোষে বাইরের উৎস থেকে বিদ্যুৎ প্রবাহ করে রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে।
এবার একটি কাঁচ বা চীনা মাটির পাত্রে নেই।  গাঢ় NaCl এ Na, Cl, H ও OH আয়ন বিদ্যমান। এবার দুটি গ্রাফাইট দন্ড নেই। যার একটি ক্যাথোড(-) আরেকটি অ্যানোড(+)।

এবার দুটিকে তারের মাধ্যমে ব্যাটারির সাথে যুক্ত করি। এখন ব্যাটারি থেকে বিদ্যুৎ প্রবাহ করলে Cl ও OH আয়ন দুটি এন্ড দিকে যাবে। কিন্তুু Cl অায়নের ঘনমাত্রা বেশি তাই এটি অাগে ইলেকট্রন ত্যাগ করে Cl2 গ্যাস উৎপন্ন হবে এবং OH আয়ন দ্রবণে থেকে যাবে। অাবার H ও Na আয়ন দুটি ক্যাথোড এর  দিকে যাবে। কিন্তু H আয়ন সক্রিয়তা সিরিজের নিচে থাকা একটি আগে ইলেকট্রন গ্রহণ করে H2 গ্যাস উৎপন্ন করবে।

অ্যানোড বিক্রিয়া :(2Cl-) - 2e = (Cl2)

ক্যাথোড বিক্রিয়া :(2H+) + 2e = (H2)

physics

গাঢ় NaCl দ্রবণের তড়িৎ বিশ্লেষণ

যে কোষে বাইরের উৎস থেকে বিদ্যুৎ প্রবাহ করে রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে। এবার একটি কাঁচ বা চীনা মাটির পাত্রে নেই।  ...